ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত
ইউক্রেনে চালানো রাশিয়ার বিশেষ সেনা অভিযান চলাকালে দেশটির সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার (উপপ্রধান) মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার(৪ ডিসেম্বর)একজন শীর্ষ আঞ্চলিক কর্মকর্তার বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিশেষ অভিযান চলাকালে উত্তরাঞ্চলীয় রুশ সেনাবাহিনীর মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন এবং পরে মারা যান। ৪৫ বছর বয়সী রুশ এই জেনারেল তার মৃত্যুর সময় রাশিয়ার সামরিক বাহিনীর ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন।
ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরু করার পর অন্তত ছয়জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনও কথা বলা হয়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট রয়েছে।
অভিযান শুরুর প্রথম দশদিনে গত বছর ৩ মার্চ সশস্ত্র বাহিনীর হামলায় আন্দ্রেই সুখভেতস্কি নামে রুশ সামরিক বাহিনীর এক মেজর জেনারেল নিহত হন। হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা। এর কয়েকদিন পরে আরেকজন শীর্ষস্থানীয় রুশ সেনা কর্মকর্তাকে হত্যার দাবি করে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, খারকিভ শহরের কাছাকাছি এক সংঘর্ষে ওই পদস্থ সেনা কর্মকর্তা নিহত হন।তবে রুশ বাহিনীর পক্ষ থেকে এবিষয়ে কোনো তথ্য জানা যায়নি।