আর্কাইভ থেকে বলিউড

বিদায় সিআইডি খ্যাত ইন্সপেক্টর ফ্রেডরিক্‌স

অপারে পাড়ি জমিয়েছেন অভিনেতা দীনেশ ফাদনিস তথা সিআইডি খ্যাত ইন্সপেক্টর ফ্রেডরিক্‌স।

হিন্দি টেলিভিশনে জনপ্রিয় সিরিয়াল ‘সিআইডি’-তে ইন্সপেক্টর ফ্রেডরিক্‌সের চরিত্রে অভিনয়ের কারনে এ নামেই বেশি পরিচিত তিনি। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন দীনেশ।

জানা গেছে, মুম্বাইয়ের হাসপাতালে ‘লিভার ফেলিওর’-এর জেরে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার অবস্থা ছিল সঙ্কটজনক। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে খবর, দীনেশের যকৃৎ বিকল হয়ে গিয়েছিল। তার জেরেই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সিআইডি সিরিয়াল

১৯৯৮ সালে শুরু হয় বিপি সিংহ পরিচালিত ‘সিআইডি’। এই সিরিয়ালে এসিপি প্রদ্যুম্নর চরিত্রে অভিনয় করেন শিবাজি সাটম। দয়ার চরিত্রে অভিনয় করেছিলেন দয়ানন্দ শেট্টি। ইনসপেক্টর ফ্রেডরিকসের চরিত্রে রূপদান করেছিলেন দীনেশ। সময়ের সঙ্গে সঙ্গে সিরিয়ালটিতে একাধিক চরিত্রের আনাগোনা ঘটেছে। এক সময় এই সিরিয়াল থেকে অনেক তারকাও উঠে আসেন। কিন্তু ত্রয়ীর জনপ্রিয়তা আজও অটুট।

এ সম্পর্কিত আরও পড়ুন