দিনাজপুরে বাসে আগুন
দিনাজপুরে একটি বাসে আগুন দিয়েছে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে জেলার মির্জাপুর বাস টার্মিনালে ওই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন।
তিনি জানান, রাতে বাস পরিস্কার করে হোটেলে খেতে গিয়েছিলেন হেল্পার। এমন সময় আগুন দেয়ার খবর পেয়ে ছুটে এসে দেখেন বাস জ্বলছে।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নেভায়।