সিইসি থেকে বেরিয়ে দুর্ব্যবহার করলেন শাহজাহান ওমর
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নে দুর্ব্যবহার করেছেন ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থী মুহাম্মদ শাহজাহান ওমর। এ সময় সাংবাদিকদের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন তিনি। এমনকি সাংবাদিকদের ক্যামেরায় থাবা মারতেও উদ্যত হন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় তিনি নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এ ঘটনা ঘটেছে।
কেন নির্বাচন ভবনে এসেছেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব। আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের কাছে জবাবদিহিতা করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।’ কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলেও রেগে যান তিনি।
ইসিতে কেন এসেছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পেপারে দেখে নিয়েন।
আপনি আইন ভঙ্গ করেছেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভঙ্গ করেছি।
এর আগে আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এ আদেশ দেন।
এএম/