আর্কাইভ থেকে ফুটবল

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা মেসি

টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদের খ্যাতি পেয়েছেন লিওনেল মেসি। জাতীয় দল ও ক্লাবে সাফল্যের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি তারকাকে।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার সেই জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। এরপর চলতি বছরের জুনে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক।

মায়ামিতে যোগ দিয়েই তিনি লিগ কাপ জিতিয়েছেন। এরপর জিতেন ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর। যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির এমন প্রভাবের কারণে তাকে বর্ষসেরা সেরা ক্রীড়াবিদের সম্মাননা দিয়েছে টাইমস।

ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ার দৌড়ে মেসি পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বিতা দেখানো দুই তারকা ফুটবলার আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন