আর্কাইভ থেকে জাতীয়

জাতিসংঘের দুই কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট) অতুল খার ও আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঘানার আক্রায় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জাতিসংঘের মন্ত্রীপর্যায়ের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তি অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ারে ল্যাক্রোইক্সের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এবং জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন