দ্বিগুণ বাজেটে আসছে কান্তারা-র প্রিকুয়েল
২০২২ এ মুক্তি পাওয়া কন্নড় সিনেমা কান্তারা সমস্ত ভারতজুড়ে দারুণ সফলতা পেয়েছিল। তাই প্রযোজনা প্রতিষ্ঠান হোম্বেল ফিল্মস কান্তারা-২ নির্মাণ করছেন। এটা আসছে কান্তারা-র প্রিকুয়েল ‘কান্তারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ নাম নিয়ে।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘কান্তারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’র প্রথম লুক।
ভারতীয় অনলাইন মাধ্যম আজতক ডটকমকে প্রযোজক বিজয় কিরাগান্দুর বলেন, ‘কান্তারা-২ যে কান্তারা থেকেও বড় আকারে আসবে, তা বলার অপেক্ষা রাখে না। দর্শকের এই সিনেমা নিয়ে প্রত্যাশাও অনেক। সিনেমার কাহিনি আগের মতোই শিকড়ের সঙ্গে যুক্ত থাকবে।’
বক্স অফিসে ছুটে চলেছে রণবীরের অ্যানিমেলবক্স অফিসে ছুটে চলেছে রণবীরের অ্যানিমেল ‘কান্তারা’ নির্মাণে ব্যয় হয়েছিল সব মিলিয়ে প্রায় ৩৫ কোটি। এবার এর প্রিকুয়েলটি বানাতে দ্বিগুণ খরচ হবে বলে জানা গেছে।
ইতিমধ্যে ‘কান্তারা-২ এর শুটিং শুরু হয়ে গেছে। ২০২৪ সালের শেষে অথবা ২০২৫ সালের শুরুতেই ‘কান্তারা টু’কে বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা আছে নির্মাতাদের।