আগাম জামিন চাইলেন আব্দুল আউয়াল মিন্টু
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (৬ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়।
এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। এ ছাড়া অজ্ঞাত অনেককে আসামি করা হয়।