৭ গোলের রোমাঞ্চের ম্যাচে আর্সেনালের জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে এ সপ্তাহে একের পর ম্যাচ সেজেছে রোমাঞ্চের পসরায়। আর্সেনাল বনাম লুটন টাউনের ম্যাচে সেই রোমাঞ্চ দেখা গেলো আরও বেশি। ৭ গোলের সেই রোমাঞ্চের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করলো আর্সেনাল।
মঙ্গলবার রাতে লুটন টাউকে ৪-৩ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। খেলার ২০ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ডেড লক ভাঙ্গেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২৫ মিনিটে দলকে সমতায় ফেরান লুটনের গ্যাব্রিয়েল ওশো। তবে বিরতির আগে গ্যাব্রিয়েল জেসুসের গোলে ২-১ এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এই গোলের মাধ্যমে অন্যরকম এক রেকর্ড গড়লো আর্সেনাল। জেসুসের এই গোলসহ প্রিমিয়ার লিগে আর্সেনালের সর্বশেষ ১১টি গোল করেছেন ১১ জন খেলোয়াড়। প্রিমিয়ার লিগ ইতিহাসে কোনো দলের টানা ১১টি গোল ১১ জন খেলোয়াড়ের করার প্রথম উদাহরণ এটি।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে গোল করে লুটনকে আবারও সমতা এনে দেন এইজা আদিবায়ো । এরপর রস বার্কলির ৫৭ মিনিটের গোলে লিড পায় লুটন। যদিও ৩ মিনিট পরই গোল করেন গানারদের সমতায় ফেরান কাই হাভার্টজ। এরপর নির্ধারিত সময় শেষে ৯৭ মিনিটে রাইসের হেডে লুটনের জালে বল জড়ালে উল্লাসে মাতে আর্সেনাল।
এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল। যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬। ১৫ ম্যাচে ২ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে লুটন।