প্রথম বাংলাদেশি হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় সেশনে দেখা গেল অবিশ্বাস্য এক দৃশ্য। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হন মুশফিকুর রহিম।
কাইল জেমিসনের ৪০ তম ওভারের চতুর্থ বল। ৩৫ রানে ক্রিজে থাকা মুশফিক ব্যাকফুটে খেলেছিলেন। বল ব্যাটে লেগে মাটিতে পড়ে খেয়েছিল বাউন্স। ইচ্ছাকৃতভাবে বলটি ডান হাত দিয়ে ধরেন ফেলেন মুশফিক।
সাথেই সাথেই নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ‘হ্যান্ডলড দ্য বল’ আউটের আবেদন করেন। ফিল্ড আম্পায় দারস্ত হন তৃতীয় আম্পায়ারের। টিভি আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে আউট ঘোষণা করেন মুশফিককে।
আর এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট হলেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম এবং টেস্টে ৮ম ব্যাটসম্যান হিসেবে ‘হ্যান্ডলড দ্য বল’ আউট এটি।
আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে। আর মুশফিক সেই কাজটি করে করে বসেন
টেস্ট ক্রিকেটে সবশেষ ২০০১ সালে বেঙ্গালোরে ভারতের বিপক্ষে 'হ্যান্ডেলড দ্য বল' আউট হন মাইকেল ভন। আর ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এমন আউট হয়েছিলেন জিম্বাবুয়ের চামু চিবাবা।