ইসি থেকে প্রার্থিতা বাতিল হলে হাইকোর্টে যাব
প্রতিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও তা-ই করবো। বললেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার পর দ্বাদশ জাতীয় নির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন হিরো আলম। আপিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হিরো আলম বলেন, এবার যে ছোট-খাটো ভুল হয়েছে, তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।
হিরো আলম জাতীয় নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে, যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন।
উল্লেখ্য, রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।