বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাইও
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে তাকে দেখে আসার পরেই মারা গেছেন তার ছোট ভাইও। দুই ভাইয়ের এমন হৃদয়বিদারক মৃত্যুতে নিহতদের পরিবার ছাড়াও এলাকায় চলছে শোকের মাতম।
গেলো মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা দুজনেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বড় ভাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের আলহাজ নূর মুহাম্মাদ তালুকদার (৮৩) ও তার ছোট ভাই সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম তালুকদার (৭৮)।
স্থানীয় যুবক মাহবুবুল আলম রাসেল বলেন, তারা দুজন সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে অত্যন্ত সম্মানের ছিলেন। তারা সলঙ্গা ইউনিয়নের গর্বিত সন্তান। মরহুমদের জানাজা নামাজে হাজার হাজার মুসুল্লি উপস্থিত থেকে তাদের জন্য দোয়া কামনা করেছেন। এমন মৃত্যুতে আমাদের এলাকার সকল মানুষ শোকাহত।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, যতটুকু জেনেছি নূর মুহাম্মাদ তালুকদার তোতা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি। মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই জহুরুল ইসলাম। জানতে পারি রাত ১১টার সময় স্ট্রোক করে মারা যান তিনিও।
তিনি আরও বলেন, তাদের মৃত্যুতে ওই পরিবারও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকাল ১১টায় স্থানীয় বনবাড়িয়া নুরানি মাদ্রাসায় তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে বনবাড়িয়া কবরস্থানে তাদের মরদেহ সমাহিত করা হয়। তাদের এমন মৃত্যুতে আমরা সবাই শোকাহত।
এএম/