ঘূর্ণিঝড় মিগজাউমে ভারতে নিহত বেড়ে ১৭
ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে বৃষ্টি ও বন্যায় ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন।
বুধবার (৬ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ তাদের খবরে এ তথ্য জানিয়েছে।
দেশটির আবহাওয়া বিভাগের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টির শক্তি কমেছে। আপাতত এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। নিম্নচাপের জেরে উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বুধবার (৬ ডিসেম্বর) সারাদিন ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
খবরে আরও জানানো হয়,ঘূর্ণিঝড় মিগজাউমের স্থলভাগে আঘাত হানার আগে থেকেই চেন্নাই ও তার আশপাশের বেশ কয়েকটি জেলা জুড়ে প্রবল ঝোড়ে বাতাস এবং বৃষ্টির দাপট দেখা যাচ্ছিল। পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো পানির নিজে ডুবে আছে শহরের বহু অঞ্চল। ইতোমধ্যেই চেন্নাই ও পার্শ্ববর্তী জেলাগুলোর বন্যা কবলিত এলাকায় মানুষদের উদ্ধার করতে চেন্নাইয়ের রাস্তায় তাদের নৌকা নামিয়েছে ভারতীয় নৌবাহিনী।