শীতকালে পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি পাবেন যেভাবে
শীতকালেই প্রত্যেকেই শারীরিক নানা সমস্যা নিয়ে চিন্তায় থাকেন। ঠোঁট, গাল ফাটার পাশাপাশি শীতের সময় পায়ের গোড়ালি ফাটে বিভিন্ন জনের।শীতকালে পায়ের যত্ন নিয়ে চিন্তিত থাকেন? শীতে পা ফাটাকে ভয়? ঘরোয়া জিনিসে নাম মাত্র খরচে এই উপায়ে দূরে রাখুন সমস্যা। পা ফাটা সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন জেনে নিন।
বহু খরচ করে ক্রিম বা পার্লারে গিয়ে সমাধান নয়। নামমাত্র খরচে, বাড়িতে থাকা নানান উপাদান দিয়ে সহজেই পা ফাটা রোধ করা যাবে। প্রয়োজন হবে না দামি দামি ওষুধ কিংবা ক্রিমের। সহজলভ্য কয়েকটি উপাদান দিয়েই আপনি সুন্দর রাখতে পারেন আপনার পায়ের পাতা। অনেকেরই সারা বছর কম-বেশি পা ফাটে। তবে শীতে যেন এই কষ্ট লাগামছাড়া।
পায়ের পাতার তলদেশে এর প্রভাব সবচেয়ে বেশি। পা ফেটে চামড়া উঠে যাওয়ার সমস্যা যেমন থাকে, তেমন অনেকের আবার রক্তও বের হয়। তবু রূপচর্চায় পায়ের পাতাকেই সবচেয়ে বেশি অবহেলা করেন সবাই। অথচ সারা বছর সামান্য যত্নেই পায়ের তলা আরামে থাকে।
শীতেও এই যত্নের বিনিময়েই পা থাকতে পারে নরম ও মসৃণ। পেঁয়াজ, খাবার সোডা, শ্যাম্পু, হলুদ গুঁড়োতেই মিলবে সমস্যার সমাধান। প্রথমে একটি পাত্রে অর্ধেক পেঁয়াজ বাটা নিতে হবে। এতে মেশাতে হবে সামান্য পরিমাণ খাবার সোডা। এরপর সামান্য হলুদ গুড়ো এবং শ্যাম্পু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি যত্ন সহকারে লাগাতে হবে পায়ের পাতায়।
কিছুক্ষণ পর তা ধুয়ে পা পরিষ্কার করে, অপর একটি মিশ্রণ লাগাতে হবে। সেই মিশ্রণ তৈরি করতে প্রয়োজন আর অর্ধেকটা পেঁয়াজের বাটা, সামান্য সরষের তেল হালকা গরম করে নিতে হবে, সামান্য কাঁচা হলুদের গুঁড়ো এবং ভেসলিন। তৈরি করা মিশ্রণ এরপর পায়ে লাগিয়ে দিতে হবে। শীতের সময় বেশ কয়েকদিন ঘরোয়া উপায়ে এই মিশ্রণ তৈরি করে লাগালে রেহাই পাওয়া যাবে পা ফাটা থেকে। মিলবে সুরাহা।