আর্কাইভ থেকে জাতীয়

আসন ভাগাভাগি নিয়ে যা বললেন জাপা মহাসচিব

আওয়ামী লীগের সাথে জোট করা ও আসন ভাগাভাগির কোন সম্ভাবনা নেই।আমরা তো জোট, মহাজোটের না।  একক ভাবে লাঙ্গল নিয়ে আমরা নৌকার সঙ্গে যুদ্ধে নেমেছি।বললেন জাপা মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই কথা বলেন জাপা মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।

ক্ষমতাসিনদের সঙ্গে বৈঠক ও আসন ভাগভাগি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।আসন ভাগাভাগি নিয়ে আমাদের কোন দর কসাকসির নেই।তাদের কাছ থেকে এ ধরনের অফিসিয়াল প্রস্তাবও আমরা পাইনি।। তারা বলেছেন যে নির্বাচনের পরিবেশ নিয়ে তারা আমাদের সঙ্গে কথা বলতে চান। চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা তাদের সঙ্গে কথা বলবো। বৈঠকের জায়গা ঠিক হয়নি,আজ  বিকেলের পর সময়টা আমরা জানবো।

মহাজোটে থাকা প্রসঙ্গে, গেলো মঙ্গলবার তথ্য মন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে জাপা মহাসচিব বলেন,জোট বা মহাজোটে থাকতে হলে ইসিকে চিঠি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হয়।জানি না না তিনি জোটে থাকার ইঙ্গিত কিভাবে দেন।নির্বাচনে ওনাদের সঙ্গে যুদ্ধ হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে ইসি এবং সরকার প্রধানের আশ্বাসের পরেও, এই বিষয়ে এখনো পুরোপুরি আশ্বস্ত না হতে পারার ইঙ্গিত দেন চুন্নু।

প্রসঙ্গত, নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে জাতীয় পার্টি।

এ সম্পর্কিত আরও পড়ুন