রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৩
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন। নিহত তিনজন হলেন- আবুল কাসেম (৩৫), জোবায়ের (১৬) ও জয়নাল উদ্দিন (২৭)। গুলিবিদ্ধ কয়েকজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আনোয়ার সাদেক (১৭) ও মো. আয়াস (১৮)।
গেলো মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে আধিপত্য বিস্তার,মাদক চোরাচালান নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।
রোহিঙ্গা নেতা সাইফ উদ্দিন বলেন,গেলো মঙ্গলবার রাতে ১০ থেকে ১২ জন আরসার সদস্য রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আবুল কাশেমকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান। কিছুটা দূরে নেয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়।এর জবাবে আরএসওর লোকজন রাতে ক্যাম্পের বিভিন্ন স্থানে সশস্ত্র পাহারা বসান। রাত আটটার দিকে ক্যাম্পের জি-৩ ব্লক এলাকায় আরসার লোকজন আরএসওর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে, দুই পক্ষের মধ্যে ঘন্টা ধরে গোলাগুলিতে আরএসও সদস্য মো. জোবায়ের ও জয়নাল উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।এ সময়ে গুলিবিদ্ধ হন কয়েকজন রোহিঙ্গা।
উল্লেখ্য, গেলো সাড়ে ৮ মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ৬১টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত ৭৪ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।