দ্বিতীয় দফায় ইউএনও বদলির প্রস্তাব ইসিতে
দ্বিতীয় দফায় ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে আয়োজনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলির জন্য চিঠি দিয়েছিলো ইসি।
আজ বুধবার (৬ ডিসেম্বর) ১১০ জন ইউএনও বদলির প্রস্তাব ইসিতে পৌঁছেছে। তবে এখনো কমিশন অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ
জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান,বদলির ক্ষেত্রে এক জেলার ইউএনওকে আরেক জেলায় কিংবা একই জেলায় বদলি করা হতে পারে। তবে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি করা হচ্ছে না।
উল্লেখ্য গেলো সোমবার (৪ ডিসেম্বর) প্রথম দফায় ৪৭ জন ইউএনও বদলির প্রস্তাবে সম্মতি দেয় ইসি।