আর্কাইভ থেকে দুর্ঘটনা

রয়েল ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ও আহত ৭ জন

রাজধানীর মহাখালীতে রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এখন পর্যন্ত অগ্নিকান্ডের এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছে ৭ জন। দগ্ধদের তাৎক্ষণিকভাবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার ( ৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমে বলেন, আমরা খবর পেয়েছি মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। খবর পাবার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত পরে জানানো হবে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন