আর্কাইভ থেকে শিক্ষা

নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ স্থগিত

মাধ্যমিকে নতুন শিক্ষাক্রমের ৮ম ও ৯ম শ্রেনির বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর(মাউশি)।এর আগে,আগামী শিক্ষাবর্ষে এ দুই শ্রেনিতে নতুন শিক্ষাক্রম চালুর উদ্দেশ্যে,শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিল মাউশি।

গেলো বুধবার মাউশির বিভিন্ন অঞ্চলের শিক্ষা অফিসারদের অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।এতে বলা হয় অনিবার্য কারণবশত শিক্ষক প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, প্রশিক্ষণটি আপাতত স্থগিত করা হয়েছে। সারা দেশ থেকে যেসব শিক্ষক প্রশিক্ষণে অংশ নেবেন,তাদের যাচাই-বাছাইয়ের কাজ এখনো শেষ হয়নি। দ্রুত এসব কাজ শেষ করে প্রশিক্ষণের পরবর্তী সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য,নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে আগামী ৯ ডিসেম্বর চার লক্ষ পচিশ হাজার শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ এর সিদ্ধান্ত নিয়েছিল মাউশি।

এ সম্পর্কিত আরও পড়ুন