এবার হরতাল অবরোধ দিচ্ছে না বিএনপি
আগামী রোববার (১০ ডিসেম্বর) অবরোধ বা হরতালের মতো কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি।মানবাধিকার দিবস উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।ঐদিন সারা দেশে মানববন্ধন করবে বিএনপি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন।
বিএনপি সূত্র জানায়, তাদের উপর সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে দলটির নেতাকর্মীরা। সেখানে ভুক্তভোগী বিএনপি নেতাকর্মীদের পরিবার উপস্থিত থাকবে।
প্রসঙ্গত,এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গেলো ২৯ অক্টোবর থেকে সারাদেশে হরতাল অবরোধ করছে বিএনপি ও সমমনা জোট।