কোপা আমেরিকা ২০২৪ এর সমসূচি
আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮ তম আসর। ঘোষিত সময়সূচিতে দেখা যায় কঠিন প্রতিপক্ষ পেয়েছে আমেরিকা। শিরোপা ধরে রাখার মিশনে মেসিদের পার হতে হবে গ্রুপ অফ ডেথ।
আজ শুক্রবার (৮ ডিসেম্বর) আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
ঘোষিত ড্র অনুযায়ী আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ২৬ দিন ধরে চলবে এই আসর।
গ্রুপ ‘এ’র দল: আর্জেন্টিনা, পেরু, চিলি, প্লেঅফ বিজয়ী (১)
গ্রুপ 'বি' র দল: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ 'সি'র দল: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ 'ডি'র দল: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী (২)।
উল্লেখ্য, কোপা আমেরিকা ২০২৪ আসরের উদ্বোধনী ম্যাচ হবে ২০ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।