আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরাইলের কথা ও কাজের অমিল রয়েছে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে এবং হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েল সরকার যে লক্ষ্যের কথা বলেছিল, তার সঙ্গে তাদের কাজের অমিল রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ গাজায় যে অভিযান চলছে, সেখানে বেসামরিক মানুষের সুরক্ষায় ইসরায়েলের পদক্ষেপ নেয়াটা অপরিহার্য। বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন।

গেলো বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওয়াশিংটনে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েল আচরণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ গাজায় যে অভিযান চলছে, সেখানে বেসামরিক মানুষের সুরক্ষায় ইসরায়েলের পদক্ষেপ নেওয়াটা অপরিহার্য। বেসামরিকদের রক্ষা করতে তাদের (ইসরায়েল) যে পদক্ষেপ এবং যুদ্ধক্ষেত্রে আমরা সত্যিকারের যে চিত্র দেখতে পাচ্ছি, তার মধ্যে অমিল থেকে যাচ্ছে।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রপতি বাইডেনও আলাদা করে ফোনালাপের সময়। ইসরাইলের প্রধানমন্ত্রী ও জর্ডানের বাদশাহের সাথে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও হামাস থেকে তাদের আলাদা করার উপর জোর দিয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন