২৪ ঘণ্টায় আটক বিএনপির ২১৫ নেতাকর্মী
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২১৫ জন নেতাকর্মী আটক হয়েছেন। এসময়ে বিভিন্ন থানার ৭ টি মামলায় ৮৭৫ জনের অধিক আসামি করা হয়। আটককৃতদের মধ্যে ২৩ জনের নাম পরিচয় প্রকাশ করেছে দলটি।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ফেনী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম অভিকে আওয়ামী লীগ কর্মীরা মারধর করে রক্তাক্ত অবস্থায় পুলিশে দেয়। জহিরুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করে। এসময়ে ফেনী বিএনপির ৪ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ।
রিজভী আরও বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখা ছাত্রদলে মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে সাদীপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশের পিটুনিতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাকে গ্রেফতার করেছে র্যাব।
খুলনা ও চট্রগ্রাম থেকেও দলের বিভিন্ন নেতাকর্মী আটকের কথা জানান এই সিনিয়র যুগ্ম মহাসচিব।
উল্লেখ্য, গেলো ১৫ নভেম্বর নির্বাচনী তফশিল ঘোষণার পর এ পর্যন্ত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭ জন নেতাকর্মী নিহত এবং ৩০৯ টি মামলায় ৮ হাজার ৪৭৫ জন নেতাকর্মীর আটকের দাবি জানান রিজভী।