ফ্রাঙ্কফুর্টের কাছে ৫-১ ব্যবধানে হারলো বায়ার্ন
গেল মৌসুমে ব্রুশিয়া ডর্টমুন্ডের কাছ লিগ হেরেই বসেছিল প্রায় বায়ার্ন মিউনিখ। তবে শেষ মুহূর্তে কষ্টে লিগ জিতে নেয়। কিন্তু চলতি মৌসুম শুরুর পর থেকেই দাপুটে ফুটবল খেলছিল দলটি। প্রথম ১২ ম্যাচের সব কয়টিতে ছিলো অপরাজিত। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে এবার থামিয়ে দিলো আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।
ফ্রাঙ্কফুর্টের মাঠে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ১২তম মিনিটে ওমর মারমোশ, ৩১তম মিনিটে জুনিয়র দিনা এবিম্বে এবং ৩৬তম মিনিটে হুগো লারসন গোল করেন। ৪৪তম মিনিটে বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন জশুয়া খিমিচ।
বিরতির পর ৫০তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ফরাসি মিডফিল্ডার এবিম্বে। ৬০তম মিনিটে ব্যবধান ৫-০ করেন আনসগার নাউফ।
আর এই হারে ৪৮ পর লিগে কোনো দল বায়ার্নকে এত কম সময়ের মধ্যে ৫ গোল দিতে পারলো।