বেতিসের কাছে পয়েন্ট হারালো রিয়াল
এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না রিয়াল মাদ্রিদ। লা লিগায় রিয়াল বেতিসের মাঠে খেলতে গিয়ে ১-১ সমতা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে কার্লো আনচেলত্তিকে।
শনিবার রাতে বেনিতো ভিলামারিন স্টেডিয়ামে প্রথমার্ধ গোল শূন্য থাকে দুই দল। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। লিগে এটি তাঁর ১২তম গোল, রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬তম।
তবে বেলিংহামের গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ৬৬তম মিনিটে বেতিসকে সমতা এনে দেন আইতর রুইবাল।
অবশ্য ড্র করার পরেও লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই আছে মাদ্রিদ। ১৬ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ৩৯। এক খেলে দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৩৮।