আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে সু চির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সামরিক জান্তার

মিয়ানমারে ক্ষমতাচ্যূত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে ছয় লাখ ডলার ও ১১ কেজি স্বর্ণ নেওয়ার অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গতকাল বৃহস্পতিবার রাজধানী নেইপিদোয় এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরেন জান্তা সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন। সেনাবাহিনীর অভিযোগ, অবৈধভাবে তিনি যে স্বর্ণ নিয়েছেন তার বাজারমুল্য প্রায় চার লাখ পাউন্ড। গেল এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে আনা এটিই সবচেয়ে শক্তিশালী অভিযোগ।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুনের দাবি, ইয়াঙ্গুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিয়ো থিন থেইনের কাছ থেকে এই ঘুষ নেন সু চি। যদিও এর স্বপক্ষে এখন পর্যন্ত কোনো তথ্য ও প্রমাণ দেখায়নি জান্তা কর্তৃপক্ষ।

পাঁচ সপ্তাহ ধরে সু চিকে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আতঙ্ক ছড়ানো, লাইসেন্সবিহীন অবৈধ রেডিও সরঞ্জাম রাখা ও করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগ এনেছে সামরিক সরকার। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করছে মিয়ানমারের দুর্নীতি দমন কমিটি।

এদিকে, এরই মধ্যে জান্তা সরকারের আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির একজন সংসদ সদস্য।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন