আর্কাইভ থেকে বাংলাদেশ

মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানো ঢাবির সেই শিক্ষককে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুর খুনি ও বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমতুল্লাহকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বুধবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নেয়া হয় এ সিদ্ধান্ত।

খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানো অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনায় তদন্ত কমিটি হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গেলো ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সামালোচনা শুরু হয়।

এ ইতোমধ্যে প্রতিক্রিয়া দেখিয়ে বিক্ষোভ কর্মসূচি ও শাস্তির দাবিতে ভিসিকে স্মারকলিপি প্রদান করেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ।

এ ঘটনার পর বিষয়টি ‘অনিচ্ছাকৃত’ বলে ক্ষমা চান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন