কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ তৈমুরের
কর্মী সমর্থকদের বাড়ি-ঘরে ভাঙচুরের অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের তৃনমূল বিএনপি মনোনিত প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও স্বতন্ত্র প্রার্থী রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়নগঞ্জের রুপগঞ্জে পৃথক দুই সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা।
অভিযোগে শাহজাহান ভূঁইয়া বলেন, সরকার দলীয় মনোনীত প্রার্থী গোলাম দস্তুগীর গাজী সমর্থকরা আমাদের কর্মীদের মোটরসাইকেলের মহড়া ও অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাচ্ছে। ইতোমধ্যে আমাদের নেতাকর্মীদের বাড়ি ঘরে ভাঙচুর করার প্রেক্ষিতে মামলা করা হয়েছে। রূপগঞ্জ আসনের বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে তা উদ্ধারের দাবিও এসময়ে করা হয়।
এডঃ তৈমুর আলম খন্দকার বলেন, সরকার দলীয় এমপি, মন্ত্রীদের যে বাহিনী এদের যদি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ না করতে পারে। তাহলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবাধ ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
উল্লেখ্য, দলীয় বাহিনী নিয়ন্ত্রণ না করতে পারলে অনেক দলই নির্বাচন ত্যাগ করতে বাধ্য হবে বলে জানান সাবেক এই বিএনপি নেতা।