আর্কাইভ থেকে দেশজুড়ে

মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার

পাবনায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে পুলিশ তাদের আটক করে।  আজ রোববার (১০  হলো জেল হাজতে প্রেরণ করছে।

পুলিশ জানায়, চোরাই মোটরসাইকেল কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে প্রথমে পাবনার চরঘোষপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে, পাবনা সদর ও কুষ্টিয়ার কুমারখালী থেকে পৃথক অভিযান চালিয়ে আরো ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৯টি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য। তারা বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন