আর্কাইভ থেকে দেশজুড়ে

কালিয়াকৈরে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

সারাদেশের মত গাজীপুরের কালিয়াকৈরে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য "সবার জন্য স্বাধীনতা সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।"

রোববার (১০ ডিসেম্বর) সকাল  ১১ টায় বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থা কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে  বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর , লতিফপুর বাসস্ট্যান্ড হয়ে সংস্থার কার্যালয়ে শেষ হয়। র‍্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা মানবাধিকার কর্মী সাংবাদিক সমাজকর্মী শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন ৷

সংস্থার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত  মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারওযার আলম , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক মো.আব্দুল আলিম অভি , উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মানবাধিকার কর্মী সালমা আক্তার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন