আগামী বছর থেকে প্রতিমাসে জ্বালানী তেলের দাম নির্ধারণ
আগামী বছর মাঝামাঝি থেকে প্রতি মাসে নির্ধারিত হবে পেট্রোল, অকটেন, ডিজেল এর দাম। আন্তর্জাতিক বাজারে যেভাবে ডায়নামিক প্রাইসিং হয়। সেভাবেই আগামী বছরের মাঝামাঝি থেকে দেশে দাম নির্ধারণ শুরু হবে।
রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
তিনি বলেন, প্রতি মাসে পেট্রোল,অকটেন ও ডিজেল এ তিনটি বিষয়ে আন্তর্জাতিক মান রক্ষা করে দাম নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, গেলো বছর ৩০ আগষ্ট সর্বশেষ জ্বালানী তেলের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার।