দুই ডিআইজি, এক ডিসি ও পাঁচ এসপি প্রত্যাহারে ইসির নির্দেশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে পুলিশের দুইজন উপ মহাপরিদর্শক (ডিআইজি) ৫ জন পুলিশ সুপার (এসপি) ও এক জেলা প্রশাসক (ডিসি) কে প্রত্যাহার করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি চারজন নির্বাচন কমিশনার বিভিন্ন জেলায় সফর করে মাঠ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তাদের ওই সফরের পর্যবেক্ষণ এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব কর্মকর্তা মাঠ পর্যায় থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এসকল কর্মকর্তাদের প্রত্যাহার করে নিতে রোববার স্বরাষ্ট্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ইসির প্রত্যাহারের চিঠিতে, পুলিশের সাত কর্মকর্তার মধ্যে সিলেট ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন। বাকি পাঁচজন হলেন-হবিগঞ্জ,পিরোজপুর,নোয়াখালী,সাতক্ষীরা ও মেহেরপুর জেলার এসপি। এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়ার ডিসিকেও প্রত্যাহার করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ইসির এ আদেশ কার্যকর হলে এসব কর্মকর্তার নির্বাচনের কার্যক্রমে সরাসরি সম্পৃক্ততা থাকবে না। মূলত তাদের নির্বাচনি কার্যক্রম থেকে সরিয়ে দেয়া হলো।