আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরুর দিনক্ষণ জানালেন ওবায়দুল কাদের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে। হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হবে এই প্রচারণা।
রোববার (১০ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী মাজার জিয়ারত এবং মহাসমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
উল্লেখ্য, মাজার জিয়ারতের পর যে জনসভা হবে। সেটিই হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা।