নরসিংদীতে পেঁয়াজের বাজারে অভিযান, চার দোকানিকে জরিমানা
পেঁয়াজের ইচ্ছেমতো মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে নরসিংদী বড় বাজারে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেখানে পৃথক অভিযানে ৪ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার, এ আদালত পরিচালনা করেন। এসময় পেঁয়াজের বিক্রয় মূল্য প্রদর্শন না করায় বাজারের খুচরা ও পাইকারী পেঁয়াজ বিক্রেতা বাদশা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
একই সময় বাজারে পৃথক অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। তারাও, মূল্য তালিকার সাথে বিক্রয় মূল্যের অমিল এবং মূল্য তালিকা না থাকায় তিনটি দোকানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি খুচরা পর্যায়ে জনপ্রতি ২ কেজির বেশি পেঁয়াজ বিক্রি না করার পরামর্শ দেয় অধিদপ্তর।
স্থানীয় সূত্র জানায়, দুদিন ধরে নরসিংদীর খুচরা বাজারগুলোতে পুরাতন পেঁয়াজের দাম বেড়ে কেজি ২০০ থেকে ২২০ টাকায়, নতুন পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছিল। এতে ত্রেতাদের মধ্যে অস্থিরতা দেখা দেয়।
তবে সোমবার সকাল থেকে দাম কিছুটা কমে প্রতি কেজি পুরাতন পেঁয়াজ ১৭০ টাকায় ও নতুন পেঁয়াজ ১৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও ক্রেতা-বিক্রেতারা মনে করছেন, পুরোদমে নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে দাম আরও কমবে। এক্ষেত্রে দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা।