কালিয়াকৈরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে প্রধান আসামি লিয়াকত হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
লিয়াকত কালিয়াকৈর উপজেলার আজুলি পাড়া এলাকার সামসুল হকের ছেলে।
সোমবার (১১ ডিসেম্বর) আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেলো শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার আজুলি পাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন খলিলুর রহমান। এ সময় অভিযুক্ত প্রধান আসামি লিয়াকত পূর্বের শত্রুতার জেরে তার গতি রোধ করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু করে। বাকবিতণ্ডার একপর্যায়ে আসামি লিয়াকত আলীর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে খলিলুরের পায়ে আঘাত করলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বড় ভাই রাজ্জাক জানান, আমার ভাইকে তারা খুন করেছে। পূর্বের শত্রুতাকে কেন্দ্র করে তারা আমার ভাইয়ের উপর হামলা চালায়। আমি সুষ্ঠু বিচার দাবি করি।
ওসি (তদন্ত) মোহাম্মদ সাব্বির রহমান জানান, অভিযুক্ত প্রধান আসামি লিয়াকত আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।