আগুন নেভানোর যন্ত্র পরীক্ষার সময়ে শ্রমিক নিহত
গাজীপুরের শিল্পনগরী টঙ্গীতে আগুন নেভানোর যন্ত্র পরীক্ষা-নিরীক্ষার সময় বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত শ্রমিক আব্দুস সাত্তার (৫০) কারখানার দমকল কর্মী হিসেবে কাজ করতেন।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে আনোয়ার সিল্ক মিলস লিমিটেড নামে একটি কারখানায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ফায়ার এক্সটিংগুইশার পরীক্ষা করার সময় বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
প্রসঙ্গত, নিহত আব্দুস সাত্তারের বাড়ি নেত্রকোনা জেলায়।