আর্কাইভ থেকে বাংলাদেশ

২৯ ডিসেম্বর থেকে মাঠে থাকবে সেনাবাহিনী, যদি...

রাষ্ট্রপতি অনুমতি দিলে ২৯ ডিসেম্বর থেকেই ভোটের মাঠে নামবে সেনা সদস্যরা। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন থেকে চিঠি দেয়া হবে।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক হয়। বৈঠক শেষে  ব্রিফিংয়ে এ তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকতে পারে। ইসি চায় নির্বাচনে সেনা মোতায়েন হোক।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে  সেনাবাহিনী ছাড়া অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য ভোটের মাঠে কাজ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন