সাভারে যাত্রী বেশে বাসে আগুন
সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহণের একটি বাসে যাত্রী বেশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার কবির পুর বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর সময়ে , যাত্রী বেশে থাকা কয়েকজন বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় বাসে আগুন দেয়ার পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
প্রসঙ্গত, বিএনপির ডাকে আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া অবরোধের আগের দিনে বিকেল থেকে সারাদেশে ৪ টি বাসে আগুন দেয়া হয়েছে।