আর্কাইভ থেকে বাংলাদেশ

মে মাসে কলেরার টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় যত দ্রুত সম্ভব দেশে করোনার টিকা উৎপাদনের প্রস্তুতি চলছে। যেসব জায়গায় ডায়রিয়া ও কলেরা প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় মে মাসে কলেরার টিকা দেয়া হবে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শুক্রবার (২২ এপ্রিল) সকালে সরকারি তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দফায় রাজধানীর পাঁচটি এলাকায় কলেরার টিকা দেয়া হবে। এরপরই বিস্তৃতভাবে কলেরার টিকা দেয়া হবে।

জাহিদ মালেক বলেন, প্রতি বছরই করোনা টিকা নেয়া লাগবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। দেশেই টিকা উৎপাদনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এবার বিডিএস ভর্তি পরীক্ষায় ৬৫ হাজার ৯০০ শিক্ষার্থী ১২টি সেন্টারের ২৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ৬৫ হাজার ৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। সরকারি ৫৪৫ ও বেসরকারি ১৪০৫ আসন মিলিয়ে এক আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন