আর্কাইভ থেকে করোনা ভাইরাস

থাইল্যান্ডে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বন্ধ

নতুন আশঙ্কায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকাদান কর্মসূচি স্থগিত করেছে থাইল্যান্ড। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা নিলে রক্ত জমাট বাধতে পারে-এমন ভয় থেকে টিকা কর্মসূচী চালু করতে দেরি করছে দেশটির সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, থাইল্যান্ডে আজ শুক্রবার থেকে টিকা দান কর্মসূচি শুরু করার কথা থাকলেও তা বাতিল করেছে সরকার। ডেনমার্ক নরওয়েসহ কয়েকটি দেশ এই টিকার ব্যবহার স্থগিত করার পর এ সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডও। ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে ৫০ লাখ ইউরোপীয়। এর মধ্যে প্রায় ৩০ জনের শরীরে রক্ত জমাট বাধার খবর পাওয়া গেছে। ইতালিতে ৫০ বছর বয়সী একজনের টিকা নেওয়ার পর রক্ত জমাট বেধে মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তবে, ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন রক্ত জমাট বাঁধার ঝুঁকির সঙ্গে যুক্ত থাকার কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

এদিকে, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার সুরক্ষা ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন