আর্কাইভ থেকে দেশজুড়ে

নৌকার মাঝি আব্দুস সালামের প্রার্থিতা বাতিল

স্বতন্ত্র প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে, নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা হারিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ইসিতে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

আপিলে আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনেন ময়মনসিংহ-৯ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদ খান। অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিল করে ইসি।

প্রসঙ্গত, ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন আব্দুস সালাম।

এ সম্পর্কিত আরও পড়ুন