আর্কাইভ থেকে বাংলাদেশ

গাইবান্ধায় ভোক্তা অধিকারের অভিযান, সাত প্রতিষ্ঠানকে জরিমানা

পঁচা, বাসি, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য ব্যবহার ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার দায়ে  সাত প্রাতিষ্ঠানকে অর্ধলাখের অধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার (২৩ এপ্রিল)  বিকালে গাইবান্ধা পৌর শহরের গাইবান্ধা রসমালাই ও গাইবান্ধা মিষ্টান্ন ভাণ্ডার সহ ৭টি মিষ্টি  তৈরির কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন, গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু।

এছাড়াও অভিযানে র‌্যাব ১৩  ও গাইবান্ধা জেলা পুলিশ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন