আর্কাইভ থেকে দেশজুড়ে

নৌকার প্রার্থী শামীমের প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থি শামীম হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে ইসিতে অভিযোগ করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ইসিতে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

এ কে আজাদের আইনজীবী  গোলাম কিবরিয়া জানান, শামীম হকের নেদারল্যান্ডসের পূর্ববর্তী পাসপোর্ট নম্বর-BESHC8751,জন্ম তারিখ ২১ অক্টোবর ১৯৬০ লেখা আছে। শামীম হক সম্প্রতি তার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার জন্য ফরিদপুর পাসপোর্ট কার্যালয়ে একটি দরখাস্ত দাখিল করেন। সেই দরখাস্তের ২৫নং কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে তিনি টিক মার্ক দিয়েছেন। ২৬নং কলামে অন্য দেশের নাগরিক থাকলে সেই দেশের নাম উল্লেখ করতে বলা হয়েছে, সেখানে তিনি নেদারল্যান্ডস উল্লেখ করেছেন। ২৭নং কলামে তার নেদারল্যান্ডসের পাসপোর্ট নম্বর BY60F0J74 উল্লেখ করা আছে।

প্রসঙ্গত, এর আগে এ কে আজাদের বিরুদ্ধেও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক বলে ইসিতে আপিল করেছিলেন শামীম।

এ সম্পর্কিত আরও পড়ুন