আর্কাইভ থেকে জাতীয়

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামীকাল রোববার । এদিন অফিস চলাকালীন রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ইচ্ছুকরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

রোববার (১৭ ডিসেম্বর) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

গেলো ছয়দিনে (১০ থেকে ১৫ ডিসেম্বর) রিটার্নিং অফিসারের আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮০টি আবেদন নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগের ধাপের ৩৫টি গৃহিত আপিল আবেদনের মধ্যে  পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে। দুটি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। এই হিসেবে ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়িয়েছে দুই হাজার ২৬০জন। তবে এটিই চূড়ান্ত সংখ্যা নয়।

উল্লেখ্য, ইসিতে যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা উচ্চাদালতে আবেদন করতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন