আর্কাইভ থেকে ফুটবল

বিজয়ের দিনে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাংলাদেশের ঘড়িতে এখন বিজয়ের তারিখ ১৬ ডিসেম্বর শেষ হয়ে গেছে। তবে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে এখনো তারিখটা ১৬ ডিসেম্বর। আর এমন দিনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো বাংলাদেশ।

শনিবার বাফেলো পার্ক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুনের অপরাজিত ৯১ রানে ভর করে ওয়ানডে ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছিল বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫০ রান।

জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্যাটারা পাত্তাই পায়নি বাংলাদেশের বোলারদের কাছে। বাংলাদেশের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত স্বাগতিকরা অলআউট হয়ে গেছে মাত্র ১৩১ রানে। ১১৯ রানের বড় জয় পেয়েছে টাইগ্রেসরা।

এ সম্পর্কিত আরও পড়ুন