আর্কাইভ থেকে জাতীয় পার্টি

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকছে জাতীয় পার্টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কি না তা দিনভর আলোচনার পর, মাঠে থাকারই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

রবিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো.মুজিবুল হক চুন্নু।

শরিকদের জন্য ৩৭ আসনে ছাড় দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এসব আসন থেকে দলী প্রার্থী প্রত্যাহারের ঘোষণাও দেয় দলটি।

চু্ন্নু বলেন, আমরা খেলে যাব, লড়াই করে যাব। সব প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৮৩টি আসনে নির্বাচন করবে জাপা।

জানা গেছে, সংসদের বিরোধীদল জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিতে রাজি হয় সরকার দল আওয়ামী লীগ। এছাড়া ১৪ দলের শরিকের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) তিনটি করে আসন পাচ্ছে। আর জাতীয় পার্টি (জেপি) পেয়েছে একটি আসন। অন্যান্য দলকে চারটি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ। তবে ওইসব আসনে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে লড়াই করে বিজয়ী হতে হবে তাদেরকে।

তবে ২৬টি আসন পেয়ে সন্তুষ্ট হতে পারেনি জাতীয় পার্টি। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে কমপক্ষে ৪০টি আসনের দাবি করা হয়। তা না পেলে ভোট বর্জনেরও হুশিয়ারি দেয়া হয়। পরে দলের শীর্ষ নেতারা আলোচনা করে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্ত নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন