প্রতি ঘন্টায় দেশ ছাড়ছেন ১৫২ জন
কর্মসংস্থানের জন্য প্রতি ঘণ্টায় ১৫২ জন কর্মী বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন। এর মধ্যে মাত্র দুই শতাংশ দক্ষ ও পেশাদার কর্মী রয়েছে। বাকিরা অপেশাদার।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে এসব কথা জানান ব্র্যাকের মাইগ্রেশন বিভাগ ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান।
তিনি বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ১২ লাখ লোক বিদেশ গেছেন। গত বছর সাড়ে ১১ লাখ লোক বিদেশ গিয়েছেন। তবে বরাবরই দক্ষ লোক পাঠানো আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক দিন ধরেই তাদের দক্ষ করার ব্যাপারে নানা কথা শোনা যাচ্ছে,কিন্তু সেসব কথার বাস্তবায়ন এখনো হয়নি।
শরীফুল হাসান আরও বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে বিদেশ যাওয়ার কারণে সারাবিশ্বের মধ্যে বাংলাদেশে বিদেশে কর্মী পাঠানোর খরচ বেশি। কিন্তু বৈদেশিক মুদ্রা আয় অন্য দেশের চাইতে কম। এই মুহুর্তে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ৬ষ্ঠ অবস্থানে আছে।
ঝুঁকি নিয়ে যারা ইউরোপ যাচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম উল্ল্যেখ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে কেন মানুষজন সাগরপথে বিদেশ যাচ্ছে এসব এখন আলোচনার বিষয়। এই যাত্রা ঠেকাতে সরকারি ও বেসরকারি উদ্যেগের কথাও বলেন তিনি।
প্রসঙ্গত, এসময়ে বিদেশকর্মীদের হয়রানির কথাটি যাতে গণমাধ্যম মাথায় রাখে এবং এজেন্সি গুলোর স্বার্থ যাতে হাসিল না হয় এমন প্রতিবেদন করতে আহ্বান জানান তিনি।