পাবনায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
পাবনায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বীর প্রদান করা হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) সকালে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পুলিশ লাইন মিলনায়তনে এক সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশের অবসরপ্রাপ্ত ডিএমটিজি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পিবিআই পুলিশ সুপার ফজলে এলাহী প্রমুখ।
পরে ৬২ পুলিশ বীর মুক্তিযোদ্ধা সদস্যকে সম্মাননা ও উপহার প্রদান করা হয় ।