আওয়ামী লীগ আমলে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় : প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শাসন আমলে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়। আমার সাধারণ মানুষের পাশে থাকি। বিএনপির চরিত্র বদলায়নি। তাদের মুখে গণতন্ত্রের কথা মানা্য় না। আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলো, তখন সংসদে তাদের কথা বলতে দেয়নি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজর রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সরকার পাকিস্তানকে সহযোগিতা করলেও মার্কিন জনগণ বাংলাদেশের মুক্তিকামী জনগণের পাশে ছিল। সোভিয়েত রাশিয়া থেকে শুরু করে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোও আমাদের সমর্থন করে। সবার সমর্থন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ চালিয়ে যাই।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের পাশে ছিল মিত্র বাহিনী, মিত্র বাহিনীর শক্তি ভারত। ভারতের জনগণ, ভারতের তৎকালীন সরকার, বিশেষ করে ইন্দিরা গান্ধী এবং ভারতের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সমর্থন দেয়। ভারতের এমন কোনো দল ছিল না যে, আমাদের সমর্থন দেয়নি।