‘নতুন মেসিকে’ পেতে ৩ কোটি ইউরো দিতে চায় বার্সা
আর্জেন্টিনার বিস্ময় বালক ক্লদিও এচেভেরিকেও দলে ভেড়াতে চায় বার্সেলোনা। ‘নতুন মেসিকে’ নামে পরিচিত এচেভেরি বর্তমানে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটে খেলছেন। ক্লাবটির সঙ্গে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে তাঁর। আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘লা রেদ’এর তথ্য মতে, আসছে শীতকালীন দলবদলেই রিভারপ্লেটের কাছ থেকে এচেভেরিকে দলে টানতে চায় বার্সা। এ জন্য ৩ কোটি ইউরো (৩৬০ কোটি ২৮ লাখ টাকা) খরচ করতে রাজি তারা। গত মাসে ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপেও আলো ছড়ান এচেভেরি। তাঁর নৈপুণ্যেই ২০১৩ সালের পর প্রথমবার টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে করেন হ্যাটট্রিক।